কেসিসি নির্বাচন: এগিয়ে আ.লীগ

SHARE

image-1181-1526389554ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ মে :  খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোগ গ্রহণের পর চলছে গণনা। আর তাতে এখন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক এগিয়ে রয়েছেন।

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। যেখানে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১৩৩৮৪ ভোট এবং বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পেয়েছেন ৭৫৫২ ভোট। মোট কেন্দ্র সংখ্যা ২৮৯।

এদিকে নির্বাচনকে ঘিরে, পুরো নগরীজুড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরআগে ভোট উপলক্ষে পুরো নগরীজুড়ে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এদিকে, নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে, সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী সংশয় প্রকাশ করেছেন। বিএনপির অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে নগরীর ২৮৯ টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দিতে থাকেন নগরবাসী। ভোট দিতে আসেন বয়োবৃদ্ধরা, আসেন তরুণ ভোটাররাও।

নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলের প্রার্থী তাদের নিজ নিজ দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে লড়াই করছেন। এছাড়া, ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর প্রার্থী এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৩৮ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা সিটি নির্বাচনে ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন।