মেঘনায় ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আলতাফ হোসাইনের কর্মীসভা শুরু

SHARE

21078400_511872855812219_8206822688756282287_nওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০২ মে : কুমিল্লা-১ মেঘনা ও দাউদকান্দির ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আলতাফ হোসাইনের কর্মীসভা শুরু করেছেন। তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও হেফাজত ইসলাম বাংলাদেশ মহানগরের দফতর সম্পাদক।  তিনি মেঘনা উপজেলার ঈমান আকিদা সংরক্ষন কমিটির সভাপতি। তিনি ইসলামী ঐক্যজোটের মনোনয়ন নিয়ে নির্বাচনের প্রতিদ¦ন্দি¦তার লক্ষ্যে মেঘনা ও দাউদকান্দিতে প্রতিটি বাড়ী বাড়ী গণসংযোগ করে যাচ্ছেন। মাওলানা আলতাফ হোসাইন বলেন,আমি মেঘনা ও দাউদকান্দি থেকে মাদক,সন্ত্রাস,দুনীর্তি ও অনৈসলামিক কর্মকান্ড মুক্ত উপজেলা গঠন করতে কাজ করছি।