ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৯ এপ্রিল : ছুটির দিনের সকালে রাজধানীতে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। সকাল থেকেই আকাশ কালো করে থাকা মেঘের সঙ্গে তীব্র ঝড়ো হাওয়ায় মৌসুমের সবচেয়ে বেশি ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় রাজধানীতে।
এছাড়া ঘন্টা ৬৩ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশের সবগুলো নৌবন্দরে দুই নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বৃষ্টির কারণে রাজধানীর বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সরকারি ছুটির দিন হলেও জীবিকার তাগিদে সকালে যারা ঘর থেকে হন তারা বিপাকে পড়েন।
জলাবদ্ধতার কারণে পরিবহন সংকটেও পড়তে হয়েছে অনেককে।