ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ এপ্রিল : মারধর ও চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুপুরে পাঁচলাইশ থানায় এই অভিযোগ করেন ইউনিএইড কোচিং সেন্টারের মালিক মোহাম্মদ রাশেদ।
নগরীর জিইসি মোড়ের ওই কোচিং সেন্টারের মালিক জানান, দলবল নিয়ে লোকজনকে ধরে এনে কোচিং সেন্টারের ভেতর মারধর করেন রনি। ব্যবসায়িক সুনাম নষ্টের আশঙ্কায় এ ধরনের কাজ করতে নিষেধ করলে, গত ফেব্রুয়ারিতে তাকেও মারধর করেন রনি।
চাঁদা না দিলে ওই ছাত্রলীগ নেতা কোচিং ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন রাশেদ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।
এদিকে চাঁদাবাজির অভিযোগ আসায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে নুরুল আজিমকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।