চট্টগ্রামে জঙ্গি সন্দেহে রেডক্রস কর্মীসহ আটক ৭

SHARE

rabওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,১৫ এপ্রিল : চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আন্তর্জাতিক রেড ক্রসের এক কর্মীসহ সাতজনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মিমতানুর রহমান জানান, শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানার পুরাতন বিমান অফিসের পাশে আনন্দবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক সাতজন হলেন— মো. মহিউদ্দিন তামিম (২৯), মো. আফজার হোসেন (২১), মো. ইমরান খান (২৭), মো. দাউদ নবী পলাশ (২৮), চৌধুরী মোহাম্মদ রিদওয়ান (২৭), এসএম জাওয়াদ জাফর (২৬) ও মো. মুনতাসিরুল মেহের (২৬)।

এদের মধ্যে মুনতাসিরুল কক্সবাজারে ইন্টারন্যাশনাল কমিটি অব দি রেড ক্রসের (আইসিআরসি) ফিল্ড অফিসার হিসেবে কর্মরত।

শনিবার চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এএসপি মিমতানুর রহমান বলেন, আটক সাতজন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস এর সমর্থক। হোয়াটস অ্যাপে তারা ‘ডিন ফোর্স এক্সট্রিম’ ও ‘ইখোয়ান’ নামে দুটি গ্রুপে সক্রিয় থেকে জিহাদি ভিডিও ও ছবি প্রচার করে নিজেদের কথিত জিহাদের জন্য প্রস্তুত করছিল।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে বলে জানান র‌্যাব কর্মকর্তা মিমতানুর।।