পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

SHARE

kamal_135002ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ এপ্রিল :  পহেলা বৈশাখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সার্বজনীন এ উৎসবকে নিবিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের বিশেষ বাহিনী সোয়াত, ডগ স্কোয়ার্ড ও বোম ডিসপোজাল ইউনিট নিরাপত্তা মহড়া দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি, ডিএমপি কমিশনারসহ পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা। এদিকে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণের প্রস্তুতি চলছে। মঞ্চ সজ্জ্বা থেকে আসন বিন্যাসের কাজ চলছে দ্রুতগতিতে।