ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১০ এপ্রিল : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সম্মানি ভাতার পরিমাণ বৃদ্ধির বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য শরীফ আহেমদের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতার পরিমাণ পর্যায়ক্রমে ৯শ’ টাকা থেকে বাড়িয়ে বর্তমানে ১০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া ভাতার সমপরিমাণ ১০ হাজার টাকা হারে দুটি উৎসব ভাতা প্রদান করা হচ্ছে। বাসস।