কুমিল্লার মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

SHARE

khalada-zia-1_134522ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুমিল্লা প্রতিনিধি,১০ এপ্রিল :  কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে পেট্রলবোমা হামলায় ৮ যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মুসতাইন বিল্লাহ এ আদেশ দেন।

এ মামলায় খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন অস্থায়ী ৫ম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বিএনপি চেয়ারপারসন।

এর মধ্যে গত ১২ মার্চ বাসে পেট্রলবোমা হামলা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর পর ২৮ মার্চ খালেদা জিয়াকে আদালতে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা পরোয়ানা জারি করা হয়।

সেদিন তাকে আদালতে হাজির না করায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেন কুমিল্লা ৫নং আমলি আদালত। এর পর ৮ এপ্রিল খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিন আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেন বিচারক।

২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে খালেদা জিয়াসহ দলটির শীর্ষ ৬ নেতাকে হুকুমের আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আসামিদের মধ্যে ৩ জন মারা যান ও ৫ জনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। আদালতে ২১ আসামি উপস্থিত থাকায় খালেদা জিয়াসহ অনুপস্থিত অপরজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল।