ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৯ মার্চ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পাওয়া খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে দুদক ও রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের বিষয়ে আদেশ আজ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ আপিল বিভাগের চার বিচারকের বেঞ্চে রোববার শুনানি শেষ হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা মনে করছেন, হাইকোর্টের জামিন আদেশ বহাল থাকবে। তবে, দুদক ও রাষ্ট্রপক্ষের ধারণা- বাতিল হবে খালেদা জিয়ার জামিন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ১২ মার্চ চার মাসের জামিন দেয় হাইকোর্ট। দুদক ও রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন স্থগিত করে আপিল বিভাগ। পরে জামিন বাতিল চেয়ে লিভ টু আপিল করে দুদক ও রাষ্ট্রপক্ষ। অন্যদিকে, জামিন বহাল রাখার আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
সকালে শুনানিতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, স্বল্প মেয়াদের সাজা বিবেচনায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগের একটি রায়ের সাথে সাংঘর্ষিক। ওই রায়ে বলা হয়েছে, জামিন না দিয়ে দ্রুত আপিল শুনানি করতে হবে। খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশত্যাগের সময় আদালতের অনুমতিও নেননি বলেও জানান দুদকের আইনজীবী। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও একই ধরণের যুক্তি উপস্থাপন করেন।
এদিকে, খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বোলছেন, স্বল্প মেয়াদের সাজার ক্ষেত্রে সর্বোচ্চ আদালত জামিন বাতিল করেনা। আপিল অপেক্ষমান অবস্থায় দণ্ড স্থগিত করে জামিন দেয়ার নজিরও আছে।
৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর থেকে নাজিম উদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।