ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ মার্চ : কুমিল্লার বাসে পেট্রোল বোমা হামলা চালিয়ে ৮ জনকে হত্যার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৫ সালে বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে ওই পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ মামলায় খালেদা জিয়াসহ ৭৭ জনের বরিুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা করে পুলিশ।
এ মামলায় হাজির না হওয়ায় খালেদা জিয়াসহ ৩৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।