নথি না আসায় খালেদার জামিন বিষয়ে আদেশ আগামীকাল

SHARE

12995ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ মার্চ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিনের বিষয়ে হাইকোর্টের আদেশ দেয়া হবে কাল। সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ থেকে কাল আদেশ দেয়ার বিষয়টি জানানো হয়।

বিচারিক আদালত থেকে মামলার রায়ের নথি উচ্চ আদালতে না পৌঁছানোর কারণে আদেশ পেছানো হয়। এর আগে গত বৃহস্পতিবার জামিনের বিষয়ে আদেশের জন্য ১১ মার্চ দিন ধার্য করে আদালত। সেদিন জামিনের বিষয়ে বিচারিক আদালতের নথি চেয়ে হাইকোর্টের দেয়া ১৫ দিনের সময় শেষ হয়েছে বলে জানান খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন।

বিষয়টি হাইকোর্টের নজরে আনা হলে, আজ আদেশ দেয়ার কথা জানায় আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খানও এ তথ্য নিশ্চিত করেন। গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট খালেদা জিয়ার জামিন শুনানি করে বিচারিক আদালতের নথি পাঠাতে নির্দেশ দেয়।

৮ ফেব্রুয়ারি এ মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হয় খালেদা জিয়ার। তখন থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন।