ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কস,নিজস্ব প্রতিনিধি,১১ মার্চ : আজ চার দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন শেখ হাসিনা। এসময় দু-দেশের মধ্যে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
সফরে লি সিয়েনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া, বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস ফোরাম ও বাংলাদেশ-সিঙ্গাপুর বিজনেস রাউন্ড-টেবিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাচ্ছে, সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সংগঠন আসিয়ানের চেয়ারম্যান হওয়ায়, এ সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ।
সেখানে রোহিঙ্গা সমস্যা সমাধানে সিঙ্গাপুরের সমর্থন চাইতে পারেন প্রধানমন্ত্রী। ১৪ই মার্চ তার দেশে ফেরার কথা।