ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১০ মার্চ : দুর্নীতি মামলায় গ্রেপ্তার বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাগারে ৩০ দিন পার হয়েছে শুক্রবার। স্বাভাবিক নিয়মে তিনি খাচ্ছেন পছন্দের খাবার, থাকছেন পরিচ্ছন্ন ঘরে, সময় কাটে পত্রিকা ও বই পড়ে আর কারা-রক্ষীদের সঙ্গে গল্প করে।
গৃহকর্মী ফাতেমা পাশের কক্ষে থাকলেও সার্বক্ষণিক সঙ্গ দিচ্ছেন তাকে। নাজিমুদ্দিন রোডের কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর এসব জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।
৩৬ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া প্রথম কারাবন্দি হন ২০০৭-এর তেসরা সেপ্টেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে।
টানা ১১মাস ২২ দিন পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে ছাড়া পান তিনি। এই সময়ে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায়ও আটক দেখানো হয়েছিল তাকে।
১০ বছর পর, একই মামলায় রায়ে ৫ বছরের কারাদণ্ড হয় তার। দ্বিতীয়বার কারাগারে যান আট ফেব্রুয়ারি। তার আইনজীবী ও বিএনপি নেতাদের ধারণা ছিল সাত দিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসবেন খালেদা জিয়া। তিনি ৪ সপ্তাহ পরও জামিন না হওয়ায় বিস্ময় তাদের।
৩০ দিনের এই কারাবাসে স্বজনের বাইরে দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে খালেদা জিয়ার দেখা হয়েছে মোটে একবার। মামলা নিয়ে আইনজীবীরা কথা বলেছেন দু’বার। কারাগারে দেখা করে এসে নেতারাই দিলেন তার দিন-যাপনের তথ্য।
ডিভিশন পাওয়া আসামী হিসাবে কারাগারে খালেদা জিয়ার কক্ষে বিটিভির সংযোগসহ একটি টেলিভিশন দেয়া হলেও তিনি তা দেখেন না বলে জানান নেতারা।
খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার বাসভবন ফিরোজায় শুনশান নিরবতা গেল ৩০ দিনে দলের নেতা বা পরিবারে সদস্য কেউই আসেননি এ বাসায় তারা আশা করছেন খুব শিগগিরিই জামিনে মুক্ত হয়ে নিজ বাসভবনে ফিরবেন খালেদা জিয়া।