১৯ কোটি টাকা পরিশোধ করলো রবি

SHARE

20902ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ মার্চ : ভ্যাট ফাঁকির প্রায় ১৯ কোটি টাকা পরিশোধে বাধ্য হলো মোবাইল অপারেটর রবি। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার বদরুজ্জামান মুন্সি জানান, কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এ টাকা পরিশোধ করেছে রবি।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ভ্যাট ফাঁকির টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে এনবিআরে চিঠি দেয় রবির প্রধান অর্থনৈতিক কর্মকর্তা। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার রবির জব্দ করা সব ব্যাংক হিসাব খুলে দেয় রাজস্ব বোর্ড। রবির আয় ব্যয়ের নথি নিরীক্ষা করে এই ফাঁকির তথ্য পায় রাজস্ব কর্মকর্তারা। মোবাইল সেবাদানকারী এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রায় ১ হাজার কোটি টাকা ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে রাজস্ব বোর্ড।