ফয়জুরের বাড়িতে অভিযান, মামা ও চাচা আটক

SHARE

fozurওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,০৪ মার্চ : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমানের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ফয়জুরের চাচা আবদুল কাহারকে (৫০) আটক করেছে র‍্যাব।

আজ রোববার ভোরে সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাঁপন ইউনিয়নের জগদল গ্রামে অভিযান চালানো হয়। ভোর পাঁচটার দিকে এ অভিযান চলে বলে র‍্যাব সূত্র জানায়।

এরআগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী কুমারগাঁওয়ের শেখপাড়ার হামলাকারী ফয়জুর রহমানের বাসায় তল্লাশি চালায় পুলিশ। ওই সময় ফয়জুরের মামা ফজলুর রহমানকে থানায় নিয়ে আসে পুলিশ।

সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান জানান, গতকাল রাত ১২টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের পাশের ওই বাসায় তল্লাশি শুরু করে পুলিশ। সে সময় বাসাটি বাইরে থেকে তালা লাগানো থাকায় পুলিশ তালা ভেঙে ভেতরে ঢোকে। তালাবদ্ধ বাসার ভেতরে ফয়জুরের মামা ফজলুর রহমান অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রাত সোয়া একটার দিকে থানায় নিয়ে আসা হয়।

গতকাল শনিবার বিকেলে শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠান চলার সময় অধ্যাপক জাফর ইকবাল হামলার শিকার হন। তার পেছনে থাকা ফয়জুর রহমান ওরফে ফয়জুল ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। উন্নত চিকিৎসার জন্য জাফর ইকবালকে ঢাকার সিএমএইচে আনা হয়। পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে।

হামলাস্থলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা ফয়জুরকে পিটুনি দেয়। পরে তাকে ধরে পুলিশে দেওয়া হয়।

র‍্যাব সুনামগঞ্জ কোম্পানি কমান্ডার ফয়সাল আহমেদ আজ বলেন, ভোরে দিরাই উপজেলার কলিয়ার কাঁপন ইউনিয়নের জগদল গ্রামে ফয়জুরের গ্রামের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে ফয়জুরের চাচা আবুদল কাহারকে পাওয়া যায়। তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য সুনামগঞ্জ র‍্যাব কার্যালয়ে আনা হয়েছে।