১৫ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

SHARE

bangladesh-police-logo_127605ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ ফেব্রুয়ারি : পুলিশ প্রশাসনের ২৯ পদে রদবদল ও পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ১৫ জেলায় নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। জেলাগুলোর হলো- নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নড়াইল, মাগুরা, বান্দরবান, মানিকগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রাজশাহী, ফরিদপুর, রাঙ্গামাটি, শরীয়তপুর, রাজবাড়ী ও নীলফামারী।

এছাড়া ৯ জন অতিরিক্ত পুলিশ সুপার হতে পুলিশ সুপার (এসপি) পদে এবং এসপি পদের দুই কর্মকর্তা এবং উপকমিশনার পদের দুইজন এআইজি পদে পদায়ণ করা হয়েছে।

পুলিশ সুপার পদে পরিবর্তন আসা গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন সই করা প্রজ্ঞাপন জারি করা হয়।

সারাদেশে পুলিশে চলমান নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ সুপার পদে এ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রদবদল ও পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তাদের তালিকা দেওয়া হল: