বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের জলকামান, আটক ২০

SHARE

20642ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৪ ফেব্রুয়ারি : রাজধানীর নয়া পল্টনে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পেয়ে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

কর্মসূচিতে যোগ দিতে নয়া পল্টনে সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এক সময় তারা কালো পতাকা নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অবস্থান নেন। সেখান থেকে তাদের সরে যেতে বলে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় পুলিশের সাথে বাক-বিতণ্ডায় জড়ান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা।

এক পর্যায়ে পুলিশ জল কামান ব্যবহার করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন। আটক করা হয়েছে অন্তত ২০ জনকে। পুলিশ বলছে, জমায়েতের অনুমতি না থাকায় বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দেয়া হয়েছে।

দৈনিক ইনডিপেডেন্ট টিভি