ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২০ ফেব্রুয়ারি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে আজ।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা সোমবার রায়ের সার্টিফায়েড কপি পেয়েছেন। খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া ১১০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের কপি সংগ্রহ করেন। রায়ের বিরুদ্ধে আজই আপিল ও জামিন আবেদন করার কথা জানিয়েছেন তারা।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপিল করার বিষয়ে দুদকের সাথে আলোচনার কথা জানিয়েছেন।
রায়ের সার্টিফায়েড কপি নিয়ে বিতর্ক শেষে এখন জনতার দৃষ্টি আপিল বিভাগের পরবর্তী পদক্ষেপের দিকে। আজকের আপিলের পরই এই মামলার গন্তব্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান।
রায়ের পরই তাকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তিনি সেখানে কারাবন্দি রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০০৮ সালে মামলা করে দুর্নীতি দমন কমিশন(দুদক)। মামলায় খালেদা জিয়াসহ ৬ জনকে আসামি করা হয়।
এরপর ২০০৯ সালের ৫ আগস্ট এ মামলার অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা। তাতে সাক্ষী করা হয় ৩২জনকে। পরে ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করা হয়। এরপর দীর্ঘ শুনানি শেষে গত ৮ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়।