খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি অংশ নেবে

SHARE

kader_126280ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ ফেব্রুয়ারি :  আইনি জটিলতার কারণে কারান্তরীণ খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারলেও বিএনপি ‘নিশ্চিত’ নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতামূলক আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেবে এটা নিশ্চিত। খালেদা জিয়া অংশ নিতে পারবেন কি না এটা আদালতের এখতিয়ার। আইনি জটিলতার কারণে খালেদা জিয়া অংশ নিতে না পারলেও বিএনপি মাঠে আছে, তারা আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেবে।’

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি দাবি করছে, কারারুদ্ধ খালেদা জিয়া অনেক শক্তিশালী, তাহলে বিএনপি কেন নির্বাচনে আসবে না? একজনের ওপর একটি দল নির্ভর করে না’।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ভেবেছিল খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় হওয়া এবং গ্রেপ্তারের পর রাজপথে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, বঙ্গোপসাগরে ঢেউ নামবে। কিন্তু তা হয়নি। এ বিষয়ে মানুষের সাড়া মেলেনি। বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচির ইতিহাস নেই।’