কুমিল্লার মেঘনা সাতানি আশরাফুল উলুম মাদ্রাসার মহাসম্মেলন

SHARE

27752381_901735746669207_8087732980711943463_nওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ ফেব্রুয়ারি : কুমিল্লার মেঘনা উপজেলার সাতানি আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে গত বৃহস্পতিবার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলতাফ হোসাইনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী ঐকজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, মহাসচিব মাওলানা মুফতী ফয়জুল্লাহ, খেলাফতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানাত আমিনী, মুফাসসিরে কুরআন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, উজানী মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুর রহমান, লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস মুফতী সাখাওয়াত হোসাইন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহীসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ। সম্মেলনে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা বঞ্চিতরাই আজ সন্ত্রাস, দুর্নীতি, যৌতুক, সুদ, ঘুষসহ যাবতীয় অনাচার ও বহুমুখী অপরাধের সাথে জড়িত। সুতরাং অপরাধমুক্ত সমাজ গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। তারা বলেন, কুরআনী শিক্ষার অভাবে সমাজে বিদআত ও কুসংস্কার ছড়িয়ে পড়ছে। এতে লাভবান হচ্ছে ধর্মের লেবাসধারী এক শ্রেণীর ভন্ড পীর ও প্রতারক গোষ্ঠী। তারা সাধারণ মুসলমানদের ঈমান হরণ করে রাতারাতি আঙ্গুল ফুঁলে কলা গাছ বনে যাচ্ছে। আর তাদের ফাঁদে পা দিয়ে নষ্ট মুসলমানদেরর মহামূল্যবান ঈমান। তাই গ্রামে গ্রামে কুরআনী মক্তব-মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে ভ্রষ্টতার পথ থেকে মুসলিম জাতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।