খালেদা জিয়ার রায়ের কপি আজও মিলেনি

SHARE
khaleda_125407_125854_126060ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ ফেব্রুয়ারি :  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়ের কপি আজ বৃহস্পতিবারও পাওয়া যায়নি। আগামী রবিবার রায়ের সার্টিফাইড কপি দেয়া হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা।
আজ সন্ধ্যায় খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার গণমাধ্যমকে বলেন, আজ রায়ের কপি দেয়ার কথা ছিল। আমরা দীর্ঘ সময় ধরে রায়ের কপি পাওয়ার জন্য অপেক্ষা করেছি। কিন্তু আদালত আমাদের জানিয়েছেন আজ আর রায়ের কপি দেয়া সম্ভব হচ্ছে না। রোববার রায়ের কপি দেয়া হবে।