ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৫ ফেব্রুয়ারি : তিনদিনের সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াও সুই।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮মিনিটে তাকে বহন করা থাই এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা ইউএনবিকে জানান, সন্ধ্যায় রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে দেখা করবেন মিয়ানমার স্বরাষ্ট্রমন্ত্রী।
শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বৈঠক করবেন মিয়ানমারের মন্ত্রী। এই সফরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে মিয়ানমারের ওপর আরো চাপ দেয়ার আশা করছে বাংলাদেশ।
রোহিঙ্গা সংকটের পাশাপাশি অস্ত্র ও মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্ত চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিয়ে আলোচনা করবে দুদেশ।
মিয়ানমারকে সীমান্তে মাদকদ্রব্য উৎপাদন, চোরাচালান ও মাদকপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলবে বাংলাদেশ।
সূত্র: ইউএনবি