‘জাপাকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু পারেনি’

SHARE

japa20180211204804ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১২ ফেব্রুয়ারি :  জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আমার দল ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু ধ্বংস করতে পারেনি। বরং জাতীয় পার্টি আজ শক্তিশালী দল হিসেবে ঘুরে দাঁড়িয়েছে।’
রোববার বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে গুলশান থানার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রাক্তন এই রাষ্ট্রপতি বলেন, ‘যারা জাতীয় পার্টির ধ্বংস চেয়েছিল তারাই আজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত। সবই আল্লাহ পাকের ইচ্ছা, তার হুকুম ছাড়া পাতাও নড়ে না। পৃথিবী পরিবর্তনশীল, রাজনীতিও পরিবর্তনশীল। চিরদিন কেউ ক্ষমতায় থাকে না। এটা সবাইকে বিশ্বাস করতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘আমাদের কাজ করতে হবে। কর্মী ছাড়া দল শক্তিশালী হয় না। ক্ষমতায় যেতে হলে সুসংগঠিত হও। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য যাত্রা শুরু করেছি, বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে।’

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার কথাও জানান এরশাদ। তিনি বলেন, ‘গুলশান, বনানী, বারিধারা, ক্যান্টনমেন্টসহ উক্ত এলাকার উন্নয়নে অনেক কাজ করেছি, মানুষ তা আজও ভুলে নাই। আজীবন আমি মানুষের সুখে-দুখে পাশে থাকতে চাই।’

গুলশান থানা জাতীয় পার্টির নবনির্বাচিত সভাপতি আবদুল আজিজ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের পরিচালনায় পরিচিতি সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি।

তিনি বলেন, ‘নয় বছরের দেশ পরিচালনায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলেই মানুষের কাছে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ সমাদৃত হয়েছেন। সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে পল্লিবন্ধু ঢাকা-১৭ আসনে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।’ এতে সবাইকে অংশ নেওয়ার অনুরোধ জানান দলের মহাসচিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, আজম খান, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, ঢাকা মহানগর উত্তর যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের প্রমুখ।

জাপার কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, মোহাম্মদ আলী খান, সরদার নজরুল, মো. শহিদ, মো. সুমন, ফারিয়া সুলতানা, ফজলুল হক, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, মো. কামাল, মো. নান্নু, মো. আলম, এস এম আল জোবায়ের, আয়াত আলী, মার্জান, বগুড়ার নন্দীগ্রাম পৌর জাপার সদস্য সচিব নজরুল ইসলামসহ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।