ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নারায়নগঞ্জ প্রতিনিধি,১০ ফেব্রুয়ারি : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের মধ্য দিয়ে দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবার্তা বলে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা দ্বিতীয় সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা বাতিলের প্রসঙ্গ টেনে কাদের বলেন, বিএনপির গঠনতন্ত্র থেকে ৭ ধারা রাতের আধারে তুলে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া রায়ের আগে তা তুলে দিয়ে তারা প্রমাণ করেছে বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতি করলে জেল-জুলুম থাকবেই। আমি চার বছর জেল খেটেছি। গত ৮ ফেব্রুয়ারি ১০ বছর পর একটা মামলার রায় হয়েছে। এ রায়টি যে যেভাবেই দেখুন না কেন, দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিলেন, এ রায় বাংলাদেশের দুর্নীতিপ্রবণ রাজনীতিকদের জন্য সতর্কবাণী।’
রাজধানীর সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামের সংযোগ সড়কের চার লেনে অত্যাধুনিক তিনটি সেতু নির্মাণ হতে যাচ্ছে বলে জানান সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী। সেতু তিনটি নির্ধারিত সময়ের ছয় মাস আগেই সম্পন্ন হয়ে চলতি বছরের নভেম্বর মাসে সাধারণের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি সেতু ২০১৮ সালের নভেম্বরে মাসের মধ্যে শেষ হবে আশা করেন মন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো উদ্বোধন করবেন। প্রায় ১২ হাজার কোটি টাকার এই প্রকল্পের বাজেটের চেয়ে ৭০০ কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, এই সেতু নির্মাণে জাইকা বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে এবং এর মেয়াদকাল ১০০ বছরের নিশ্চয়তা দিয়েছে। এ সময় সেতুর নির্মাণ প্রকল্পের পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মমদ আলীসহ জাইকার নির্মাণ প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।