প্রশ্নফাঁসকারী সন্দেহে নারী আটক

SHARE

question-leak-woman-arrest_125243ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১০ ফেব্রুয়ারি :  রাজশাহীতে প্রশ্নপত্র ফাঁসকারী সন্দেহে এক নারীকে পুলিশে দিয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকরা।  আজ শনিবার বেলা পৌনে ১০টার দিকে নগরীর পিএন বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে গণিত পরীক্ষা শুরুর আগেই কেন্দ্রের সামনে বসে এক পরীক্ষার্থীকে প্রশ্ন সমাধান করে দিচ্ছিলেন ওই নারী। টের পেয়ে অন্য শিক্ষার্থীদের অভিভাবকরা তাকে তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, সন্দেহভাজন ওই নারীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে এ নিয়ে আইনত ব্যবস্থা নেয়া হবে।