নাশকতা মামলা: ছাত্রদল সভাপতি রাজীব ৫ দিনের রিমান্ডে

SHARE

rajib_125130ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি :  রাজধানীর পল্টন থানার নাশকতা মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ পরিদশক আবদুল হান্নান বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।