বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান

SHARE

full_8a11f05ecdbf20930e44d6d9e17075d1-596ef4764bc65ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ ফেব্রুয়ারি : দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ায় চেয়ারপারসনের অনুপস্থিতিতে বিএনপি গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন তারেক রহমান।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার আদালত জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ডের রায় দেওয়ার পর তাকে বন্দি করা হয়। তাকে রাখা হয়েছে নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে।

তারেক রহমান বর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। সে হিসেবে দেশের বাইরে অবস্থান করলেও তিনিই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন। তার নির্দেশনা আর গঠনতন্ত্র অনুযায়ী দল পরিচালিত হবে বলে জানান বিএনপির সিনিয়র নেতারা।

দলীয় প্রধানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায়ের প্রতিক্রিয়া নিয়ে বৃহস্পতিবার বিকেলে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অন্য নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দলের গঠনতন্ত্রে আছে, চেয়ারপারসন কোনো কারণে সাময়িকভাবে অনুপস্থিত থাকলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন। এটাই গঠনতন্ত্রের বিধান। তাই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও পরামর্শে দল চলবে। এজন্য তার দেশে ফেরার দরকার নেই। ওখান থেকেই নির্দেশনা দিতে পারবেন।

বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারার ‘গ’ এর ২ উপধারায় রয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বপালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলে গঠনতন্ত্রে সংশোধন এনে তারেকের জন্য সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদটি সৃষ্টি করা হয়। তবে তিনি তার আগে থেকেই রয়েছেন বিদেশে; দুটি মামলায় দণ্ডিত তিনি।
বিএনপির গঠনতন্ত্রে ভাইস চেয়ারম্যানের দায়িত্বের পরিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গঠনতন্ত্রের দল পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা আছে। সেই অনুযায়ী দল চলবে। দল পরিচালনায় কোনো দুশ্চিন্তার কারণ নেই।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দীন আহমেদ বলেন, তারেকের পরামর্শে দলের স্থায়ী কমিটি দল পরিচালনা করবেন। কোনো সমস্যা হবে না।