ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ ফেব্রুয়ারি : আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদকেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা রাষ্ট্রপতি পদে নির্বাচনী কর্তা হিসেবে তাকে নির্বাচিত ঘোষণা করবেন।
মঙ্গলবার সিইসি জানান, বুধবার রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন। এদিন বাছাই শেষে রাষ্ট্রপতি ঘোষণা দেওয়া হবে। এদিন বেলা সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আবদুল হামিদ ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় আইন অনুযায়ী তিনি পুনরায় নির্বাচিত হচ্ছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল গতকাল ৫ ফেব্রুয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনয়নপত্র ছাড়া আর কোনো মনোনয়ন জমা পড়েনি বলে জানায় নির্বাচন কমিশন।
আইন অনুযায়ী প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে এবং তার সবকিছু ঠিক থাকলে তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।
২০১৩ সালের ২৩ এপ্রিল আবদুল হামিদ প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। পরদিন ২৪ এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।
সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ অবসানের কারণে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার ক্ষেত্রে মেয়াদপূর্তির তারিখের আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হয়। ফলে ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন কমিশনের।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে বয়স ন্যূনতম ৩৫ হতে হয়। আর একজন সমর্থক ও একজন প্রস্তাবকের প্রয়োজন পড়ে, যারা সংসদ সদস্য হতে হয়।
গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে ১৮ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে। সেখানে সংসদ সদস্যরাই ভোট দিয়ে নতুন রাষ্ট্রপতি বেছে নেবেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করে আবদুল হামিদ। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।