সড়কে ভিআইপি-জরুরি সেবার গাড়ির আলাদা লেনের প্রস্তাব

SHARE
shofiul_124385ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৫ ফেব্রুয়ারি :  রাজধানীতে ভিআইপি ও জরুরি সেবা দেয়া সংস্থার গাড়ি চলাচলে আলাদা লেন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নরমাল একটা অনুরোধ জানানো হয়েছে প্রস্তাবটি পরীক্ষা করে দেখার জন্য।
ওই প্রস্তাবে বলা হয়েছে, ‘উন্নত বিশ্বের অনেক দেশে’ জনবহুল গুরুত্বপূর্ণ শহরে সেবাকাজে নিয়োজিত যানবাহনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের জন্য সড়কে পৃথক লেইন রয়েছে। ঢাকা মহানগরীর সড়কে অনুরূপ লেন তৈরি করা হলে সেবা খাতের যানবাহনসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল সহজতর হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমাদের এখানে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়, নানা রকমরে ঝামেলা হয়। ভিআইপিদের অনেক সময় যাওয়া লাগে, প্রয়োজন হয়। বিশেষ করে ইমাজেন্সি সার্ভিস, অ্যামুলেন্সের লোকটা যে মারা যাচ্ছে, ফায়ার সার্ভিস, পুলিশেরও দরকার হয়।
ঢাকা মহানগরীর যানজট নিরসনে সরকার নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবে বলা হয়, জনআধিক্য, যানবাহনের সংখ্যা বৃদ্ধি ও প্রয়োজনীয় রাস্তার স্বল্পতার কারণে শিগগিরই এর সমাধান কঠিন। তীব্র যানজটের কারণে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সেবা খাতের যানবাহনগুলোর চলাচল প্রায়ই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
যানজটের ঢাকা শহরে মন্ত্রী-এমপিসহ প্রভাবশালীদের উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করতে বিভিন্ন সময় আহ্বান জানিয়ে আসছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকেও বিভিন্ন সময় সতর্ক করা হয়েছে।