ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,গজারিয়া প্রতিনিধি,০৩ ফেব্রুয়ারি : অবৈধভাবে বালু কাটাকে কেন্দ্র করে আক্তার হোসেন বাবলুকে রাত ১১ দিকে অপহরনের চেষ্টা করে বিএনপির ক্যাডার শাহ আলম সুটার। ঘটনার বিবরনে প্রকাশ, অবৈধভাবে বালু কাটাকে কেন্দ্র করে আক্তার হোসেন বাবলুর সাথে বিএনপির ক্যাডার শাহ আলম সুটারের সাথে দীর্ঘদিন বিবাদ চলছিল। ক্যাডার শাহ আলম সুটারের লোকজন দীর্ঘদিন যাবত দাউদকান্দি নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। অবৈধ বালুউত্তোলনে বাধা দেওয়ার করনে ক্ষিপ্ত হয়ে উঠে ক্যাডার শাহ আলম সুটার গজারিয়া থানা শ্রমিকলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন বাবলুর সাথে। গতকাল রাত ১১টার সময় চাষীরচর গ্রামের শাহ আলম কালো মাক্রোবাসে হঠাৎ করে একই গ্রামের আক্তার হোসেন বাবলুর মটরসাইকেলটি বেরিক্যাট দিয়ে তাহাকে অপহরনের চেষ্টা চালায়। ধাক্কাধাক্কি ও চিৎকারে টোল প্লাজার ট্রাফিক পুলিশ রক্ষা করার জন্য এগিয়ে আসলে শাহ আলমসহ ৮/১০জন অজ্ঞাতনামা বিপরিত মূখী রাস্তায় দ্রুত পালিয়ে যায়। সংবাদ পাওয়া পর্যন্ত এই ব্যাপারে দাউদকান্দি থানাতে মামলার চেষ্টা চলছে।