বিএনপি নেতা আমান ও নাজিম উদ্দিন গ্রেপ্তার

SHARE

amanওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ ফেব্রুয়ারি: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নাজিম উদ্দিন আলমের ডিওএইচএসের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন আমানউল্লাহ আমানের ব্যক্তিগত কর্মকর্তা স্বপন। তিনি জানান, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার লোকজন তাদেরকে আটক করে উত্তরার দিকে নিয়ে যায়।

র‍্যাব-১ এর অধিনায়ক সারোয়ার বিন কাশেম বলেন, আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে রাত সাড়ে নয়টার দিকে আটক করা হয়েছে। শাহবাদ থানায় দায়ের করা নাশকতার মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। দুজনে র‍্যাবের হেফাজতে আছেন। শনিবার বাকি আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে এক বিবৃতিতে এই দুই নেতাসহ দলের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে অভিযোগ করে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, শনিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিতব্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাকে সুপরিকল্পিতভাবে বাধা দেওয়ার জন্যই সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে নেতা-কর্মীদের গ্রেপ্তার করাচ্ছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে এই নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।