নতুন আইজিপি দায়িত্ব নিচ্ছেন আজ

SHARE

igpওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩১ জানুয়ারি : বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ দায়িত্ব নেবেন। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৪০তম আইজিপি।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হকের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এরপর যাবেন গণভবনে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে র‌্যাংক ব্যাজ পরাবেন। সন্ধ্যা ৬টার দিকে তিনি পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হবেন।

অপর দিকে দায়িত্ব হস্তান্তরের পর নতুন আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিদায়ী আইজিপি এ কে এম শহীদুল হককে আনুষ্ঠানিক ভাবে বিদায় জানাবেন।