বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় অাটক

SHARE

goyessor_abnews_123468 (1)ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩১ জানুয়ারি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে রাজধানীর গুলশান এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

গতকাল  মঙ্গলবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে গুলশান পুলিশ প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, গুলশান কার্যালয় থেকে বের হওয়ার পর গয়েশ্বরকে আটক করে ডিবি পুলিশ।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। বৈঠক শেষে বের হওয়ার পর গুলশান এলাকা থেকেই আটক করা হয় তাঁকে। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

তবে এ ব্যাপারে গুলশান থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছু শোনেননি। ওই সময়ের পর থেকে গয়েশ্বর রায়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এদিন বিকেলে খালেদা জিয়া আদালত থেকে ফেরার সময় বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। তাতে বিএনপিকর্মীদের পিটুনিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য; ভাংচুর হয় পুলিশের গাড়ি ও অস্ত্র। তার কয়েক ঘণ্টার মধ্যে গয়েশ্বরকে আটকের খবর এল।