ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,শরিয়তপুর প্রতিনিধি,২৯ জানুয়ারি : শরীয়তপুর সদর উপজেলায় বিয়াইনকে উঠিয়ে নেওয়ার চেষ্টাকালে বিয়াইকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আটক মামুন মাদবর শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর গ্রামের আব্দুল জলিল মাদবরের ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার শৌলপাড়া ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের মোসলেম ঢালীর মেয়ে রুনা আক্তারের (১৭) সঙ্গে তার বিয়াই মামুন মাদবরের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি মামুন-রুনার মনমালিণ্য হয়। এক পর্যায়ে মামুনের সঙ্গে মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেয় রুনা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন মামুন। সোমবার সকালে রুনা কলেজে যাওয়ার জন্য ঘাটার সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মামুন মোটরসাইকেলে করে তাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন। রুনা না যেতে চাইলে তাকে বেশ কয়েকটা চড়-থাপ্পড় মারেন মামুন। রুনা চিৎকারে স্থানীয় চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার, মেম্বার হারুন মোল্লাসহ এলাকাবাসী এসে তাকে উদ্ধার ও মামুনকে আটক করে পুলিশে খবর দেন।
শৌলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াসিন হাওলাদার বলেন, মামুন-রুনার প্রেমের সম্পর্ক ছিল। সকালে রুনাকে মোটরসাইকেল করে শরীয়তপুরে নিয়ে যেতে চায় মামুন। এ সময় আমার রুনাকে উদ্ধার করি ও মামুনকে পুলিশে দিই।
পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, মামুনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।