রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৮ ফেব্রুয়ারি

SHARE

imagesওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ জানুয়ারি : আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা।

আজ বৃহস্পতিবার বিকেলে আঁগারগাওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

সিইসি জানান, আগামী ৫ ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন, ৭ ফেব্রুয়ারি যাচাই-বাছাই এবং ১০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

১৮ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে এ ভোট অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচনে শুধু সংসদ সদস্যরাই ভোট দেবেন। ভোটগ্রহণ হবে সংসদে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিইসি।

ভোট শেষে নির্বাচন কমিশনার প্রকাশ্যে ভোট গণনা করবেন। সর্বাধিক ভোটপ্রাপ্তকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করা হবে।