প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন আইজিপির সাক্ষাৎ

SHARE
igp_122509ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ জানুয়ারি :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন পুলিশের নবনিযুক্ত মহাপরিচালক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী  আজ  বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার দুপুরে নতুন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ থেকে ২০ মিনিটের মতো কথা বলেন নতুন আইজিপি।
উল্লেখ্য, জাবেদ পাটোয়ারীকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়ে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তার এই নিয়োগ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে। আইজিপি হিসেবে একেএম শহীদুল হকের স্থলাভিষিক্ত হবেন তিনি।