শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনের বিরুদ্ধে মামলা

SHARE

psoওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৩ জানুয়ারি : ঘুষ প্রদান ও গ্রহণের অভিযোগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মো. মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চমান সহকারী নাসির উদ্দিন এবং লেকহেড স্কুলের পরিচালক খালেক হাসান মতিনের বিরুদ্ধে মামলা করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার দিনগত রাতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মৃধা বাদী হয়ে বনানী থানায় মামলাটি করেন।

আজ মঙ্গলবার বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশের এস আই মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। মামলার এজাহারে বলা হয়েছে, লেকহেড গ্রামার স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর পুনরায় চালু করার জন্য লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিন শিক্ষা মন্ত্রনালয়ের ২ কর্মচারীকে ঘুষ দেন।

এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে লেকহেড গ্রামার স্কুল আবার খুলে দেওয়া হয়।

গত রোববার রাতে মোতালেবকে মোহাম্মদপুরের বছিলা এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গুলশান থেকে করে ডিবি পুলিশ।