ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৯ জানুয়ারি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার মস্তিষ্কে ছোট রক্তক্ষরণ হয়েছে। আজ শুক্রবার তার এমআরআই করে রক্তক্ষরণের বিষয়টি দেখা হবে।
ল্যাব এইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর রহমান লেনিন বিষয়টি নিশ্চিত জানান, মেয়র আইভীর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডের পরামর্শ অনুযায়ী তার সিটিস্ক্যান করা হয়েছে। সিটিস্ক্যানে তার মস্তিষ্কে একটা ছোট রক্তক্ষরণ (হেমারেজ) পাওয়া গেছে।
রক্তক্ষরণ কমেছে কিনা জানতে আজ শুক্রবার আইভীর এমআরআই করা হবে বলেও জানান লেনিন।
এর আগে, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে অসুস্থ হয়ে পড়েন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বুকে ব্যথা অনুভব করেন, রক্তচাপও কমে যায়, বমিও করেন। নগর ভবনের চিকিৎসক মেয়রের স্বাস্থ্যপরীক্ষা করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে মেয়রকে দ্রুত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নিয়ে আসা হয়। বিকেল সোয়া ৫টার দিকে তিনি ল্যাবএইডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন।