স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী হইতে সার্টিফিকেট গ্রহন করছে

SHARE

26804860_214430485770771_8028555264076240815_nওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ জানুয়ারি : স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সমাবর্তন অনুষ্ঠান ১৬ ই জানুয়ারি,২০১৮ ,বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে, সকাল ৩.০০ থেকে রাত ৯.০০ টা পর্যন্ত চলে। সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন ও সালেমা খাতুন,সহকারি শিক্ষিকা,গোবিন্দপুর সরকারি প্রাইমারি স্কুল,যাত্রাবাড়ী ঢাকার মেয়ে, গ্রামের বাড়ী মানিকারচর,উপজেলা মেঘনা কুমিল্লার নূসরাত জাহান ইমু, ফার্মেসি ডিপার্টম্যান্ট, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ থেকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল ও সার্টিফিকেট গ্রহন করে, ব্যাচেলর অব ফার্মেসি (অনার্স) এ চমত্কার ফলাফলের জন্য সার্টিফিকেট প্রাপ্তি মোট ২৫ জন গোল্ড মেডেল, তন্মাধ্যে ৫ জন চ্যান্সেলরস গোল্ড মেডেল, ২০ জন ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেল গ্রহন করে।