ডিএনসিসির নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে ইসি

SHARE

utar cityওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ জানুয়ারি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সকল নির্বাচনী কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ হাইকোর্ট ডিএনসিসি নির্বাচনের উপর ৩ মাসের স্থগিতাদেশ দেয়ার পর ইসি এ সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন স্থগিত করেছেন। রায়ের কপি পেলে আইনজীবীদের সঙ্গে কথা বলে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনি কোনো ঘাটতি ছিল বলে আমাদের মনে হয়নি। সকল প্রস্তুতি নিয়েই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল।

কমিশন আপিল করবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘আদালত থেকে লিখিত আদেশ পাওয়ার পর কমিশন আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবে। আশা করি বিকেলের মধ্য রায়ের কপি পেয়ে যাবো।’

তিনি বলেন, এ পর্যন্ত মেয়র পদে ১৯, সাধারণ কাউন্সিলর পদে ৪১২ ও সংরক্ষিত পদের জন্য ৭১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মেয়র পদের কেউ এখনো মনোনয়ন জমা দেননি। মাত্র দুইজন সাধারণ কাউন্সিলর মনোনয়ন জমা দিয়েছেন। পরবর্তীতে তফসিল পরিবর্তন হলেও যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তাদের নতুন করে আর মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে না।

সচিব বলেন, স্থগিতাদেশ শুধু উত্তর সিটির। দক্ষিণের নির্বাচন কার্যক্রম চলতে কোনো বাধা নেই।