প্যারিস হামলা: মোদী নিরাপত্তায় মোতায়েন মোসাদ এবং এমআই৫

SHARE

প্যারিসে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে চিন্তিত ছিল 12নয়াদিল্লি। তবে আর বোধহয় চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। কেননা নরেন্দ্র মোদীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। তাকে নিরাপত্তা দিতে নামছে মোসাদ এবং এমআই-৫। ইজরায়েল এবং ব্রিটেনের এই দুই বাহিনী আকাশপথেও নরেন্দ্র মোদীকে সম্পূর্ণভাবে নিরাপত্তার মোড়কে ঢেকে দেবে। এছাড়া সাধারণ নিরাপত্তা বাহিনী তো থাকছেই। সবমিলিয়ে, নিরাপত্তার মোড়কে ঢেকেই তুরস্কে জি-২০ সামিটে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী। যদিও জি-২০ সামিট শুরু হওয়ার আগেই তুরস্কে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়ে গিয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানান, প্যারিস হামলার পর শনিবারই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়। ভারতীয় গোয়েন্দা বাহিনীর সঙ্গে যোগসাজশ করেই নরেন্দ্র মোদীর নিরাপত্তায় নামে মোসাদ এবং এমআই-৫। এই দুই বাহিনী সড়ক এবং আকাশপথে নরেন্দ্র মোদীকে নিরাপত্তা দেবে। জানা গিয়েছে যে কপ্টারে করে নরেন্দ্র মোদী যাবেন, সেই কপ্টারটি পুরোপুরি রিমোট চালিত হবে এবং রিমোটটি থাকবে মোসাদ এবং এমআই-৫ বাহিনীর হাতে। কোনও হামলার সম্ভাবনা থাকলে রিমোটে সতর্কবার্তাও পৌঁছবে। মোসাদ এবং এমআই-৫ বাহিনী আন্টালায় কন্ট্রোলরুমে বসেই রিমোটের সাহায্যে পুরো কপ্টারটি চালিত করতে পারবে। এছাড়া যে এলাকার উপর দিয়ে প্রধানমন্ত্রীর যাবে কপ্টার যাবে, সেই এলাকাটি ‘নো ফ্লাইং জোন’ হিসেবে চিহ্নিত করা হবে। আকাশপথ, সড়কপথ ছাড়া যেখানে জি-২০ সামিট অনুষ্ঠিত হবে, সেখানেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকবে। জি-২০ সামিটটি তুরস্কে অনুষ্ঠিত হচ্ছে বলেই নরেন্দ্র মোদীর জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। তবে নরেন্দ্র মোদী ছাড়াও প্রায় প্রতিটি দেশেরই শীর্ষ নেতৃত্ব এই সামিটে অংশগ্রহণ করবেন। তাই যেখানে সামিট হবে সেই এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে।