ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৪ জানুয়ারি : জঙ্গি দমনে বিশ্ব যখন হাবুডুবু খাচ্ছে, তখন বাংলাদেশ সফলতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত ৯ বছরে ৮০ হাজার পুলিশ সদস্য বেড়েছে। তাই আমরা জঙ্গি দমনে এতটা সফলতা পেয়েছি।
গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে উন্নয়ন মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হয়। আর এ কাজটি পুলিশ বাহিনী করছে। এছাড়াও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকেও অনেক আধুনিক করা হয়েছে। এ দুই বাহিনীতেও অনেক সদস্য যোগ হয়েছে। তাদের অনেক সুযোগ-সুবিধাও বেড়েছে।
তিনি আরও বলেন, বিশ্ব যখন নিরাপত্তাহীনতায় ভোগে, তখন দেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গি, সন্ত্রাস, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অপরাধী সম্পর্কে তথ্য জানাচ্ছে। কারণ দেশের মানুষ শান্তি প্রিয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনে গিয়েও অংশ নেয়া আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বাংলাদেশের পুলিশের অনেক নারী সদস্য প্রশংসা অর্জন করেছে মিশনে গিয়ে। ইউএনডিপি তো বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসায় পঞ্চমুখ। উন্নয়নের এ ধারা শুরু করার জন্য দেশের একজন শক্ত নেতা ও তার নেতৃত্বের প্রয়োজন ছিল। অনেক অপেক্ষার পর সে নেতৃত্ব আমরা পেয়েছি। তাই তো আমরা উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন, ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকার সিভিল সার্জন ডা. মো. এহ্সানুল করিম ও নৌ-বাহিনীর ক্যাপ্টেন সাইফুর রহমান।