কুমিল্লায় ডেমু ট্রেন ও ট্রাকের সংঘর্ষে রেল যোগাযোগ বন্ধ

SHARE

damo tranওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুমিল্লা প্রতিনিধি,১৩ জানুয়ারি : কুমিল্লায় একটি ডেমু ট্রেনের সাথে ট্রাক্টরের সংঘর্ষ হয়েছে। এতে ওই ডেমু ট্রেনের একটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার আদর্শ সদর উপজেলার বানাশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্ঘটনার ফলে বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নজরুল ইসলাম জানান, আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার বানাশুয়া রেলক্রসিং এলাকায় পৌঁছার পর একটি ট্রাক্টর দ্রুতগতিতে রেলক্রসিং অতিক্রম করে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, লাকসাম জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা করেছে। ঘন্টা দুয়েকের মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

এদিকে ওই দুর্ঘটনার ফলে ঢাকাগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে এবং ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি জেলার সদর দক্ষিণ উপজেলার ময়নামতি রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।