মেঘনায় কাশীপুর ১৮ জানুয়ারী বৃহসপতিবার বিরাট ওয়াজ মাহফিল

SHARE

26637857_1932563076961283_969991278_nওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৮ জানুয়ারী : কুমিল্লা মেঘনা উপজেলার কাশীপুর গ্রামে এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ১৮ জানুয়ারী রোজ বৃহসপতিবার কাশীপুর দক্ষিন পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যেগে ওয়াজ মাহফিল। প্রধান অতিথি থাকবেন, হযরত মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জ,বিশেষ অতিথি থাকবেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ নাসিরউদ্দিন শিশির ও মেঘনা উপজেলার ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ। আপনারা দলে দলে যোগদান করে অশেষ নেকীর অংশীদার হউন।