রোহিঙ্গাদের গণহত্যা ও ধর্ষণ করা হয়েছে: রশিদ আল বালুসি

SHARE

rohanga_abnews_118976ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কক্সবাজার প্রতিনিধি,০৬ জানুয়ারী :  মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও ধর্ষণ সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার ওআইসির ইন্ডিপেন্ডেন্ট পার্মানেন্ট হিউম্যান রাইটস কমিটি বা আইপিএইচআরসি’র চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের এসব কথা জানান।

গত দুইদিন ধরে ওআইসির ১৩ সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গতকাল শুক্রবার দুপুরে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সাংবাদিকদের ব্রিফিং করেন তারা।

এ সময় আইপিএইচআরসি চেয়ারপারসন ড. রশিদ আল বালুসি সাংবাদিকদের বলেন, ‘আমরা গত দুই দিন ধরে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকা পরিদর্শন করেছি এবং নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছি। এতে আমরা যতটুকু জেনেছি, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও ধর্ষণসহ বর্বর নানা নির্যাতনের ঘটনা ঘটেছে। তাই আমরা ওআইসির কাছে প্রতিবেদন দেব।’

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ওআইসির ভাইস চেয়ারম্যান মেড এস কে ক্যাগওয়া, ভাইস চেয়ারম্যান ড. রাইহানাহ বিন্তে আবদুল্লাহ, কমিটির সদস্য মোহাম্মদ জমির, আবদুল ওহাব, মাহমুদ মোস্তাফা আফিফি, এডামা নানাসহ অনেকেই।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১৩ সদস্যের প্রতিনিধিদল কক্সবাজার পৌঁছান। এরপর দুপুরে প্রতিনিধিদল জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।