সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

SHARE

imagesওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট ব্যুরো,২৯ ডিসেম্বরহবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ শুক্রবার বেলা পৌনে ১১টায় শায়েস্তাগঞ্জ রেলক্রসিংয়ে বগিটি লাইনচ্যুত হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বক্কুর সিদ্দিক জানান, শ্রীমঙ্গল থেকে আখাউড়াগামী মালবাহী একটি ট্রেন শায়েস্তাগঞ্জে লাইনচ্যুত হয়। এতে শায়েস্তাগঞ্জ জংশনে পারাবত ও শ্রীমঙ্গল স্টেশনে জয়ন্তিকা ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে।