পিএসসি’র ইতিহাসে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

SHARE

psc_117503ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৯ ডিসেম্বর :  ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।  আজ সকাল ১০টায় ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সরকারি কর্মকমিশনের (পিএসসি) ইতিহাসে সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বর্তমানে সারাদেশে সবচেয়ে বড় আতঙ্কের বিষয়ে পরিণত হয়েছে প্রশ্নফাঁস। সেটি বিবেচনায় রেখে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বৃহস্পতিবার বিকালে বলেন, পিএসসি জনগণের প্রতিষ্ঠান। জনপ্রশাসনে মেধাবী কর্মকর্তা নিয়োগে মূল কাজটি করে এই প্রতিষ্ঠান। সেটি মাথায় রেখেই আমরা সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে পরীক্ষা আয়োজনের ব্যবস্থা নিয়ে থাকি।

তিনি জানান, ৩৮তম বিসিএসে যাতে কোনো ধরনের অসদুপায় অবলম্বন কেউ করতে না পারে বা প্রশ্নপত্র সুরক্ষিত থাকে সেজন্য সবধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিচ্ছেন তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন। সব বিভাগীয় শহরে এসব প্রার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এরমধ্যে ঢাকায় ১৬২ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে। রাজশাহীতে ২৯টি, চট্টগ্রামে ২৪টি, খুলনায় ১৫টি, বরিশালে ৭টি, খুলনায় ১১টি, রংপুরে ১৬টি এবং ময়মনসিংহে ১৯ কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

দুই ঘণ্টার এই পরীক্ষায় ২০০ নম্বর থাকছে। প্রত্যেক দু’টি ভুল উত্তরের জন্য কাটা হবে একনম্বর।১০টায় পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদেরকে উত্তরপত্রের ওএমআর ফরম দেয়া হবে সাড়ে ৯টায়।

এ কারণে সাড়ে ৮টা থেকে ৯টা ২৫ মিনিটের মধ্যে তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।ক্যাডার সার্ভিসের প্রথম শ্রেণির দুই হাজার ২৪টি পদে ৩৮তম বিসিএস থেকে নিয়োগ করা হবে।

এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টি পদসহ সাধারণ ক্যাডারে ৫২০টি পদ। কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ থাকছে।

প্রসঙ্গত, এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।