ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নারায়ণগঞ্জ প্রতিনিধি,২৮ ডিসেম্বর : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার শরীফ নিহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ নিহত শরীফের দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এই তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩ টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট গুলি-পাল্টা গুলির পর ডাকতরা পিছু হটে। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়। ডাকাত সর্দার শরীফকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে।