শাহজালাল বিমানবন্দরে ব্লগার আসাদুজ্জামান গ্রেপ্তার

SHARE

garafterওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ ডিসেম্বর : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ জানিয়েছে, ব্লগার আসাদুজ্জামানের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা রয়েছে।

গতকাল সোমবার রাত আটটা থেকে নয়টার মধ্যে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, আসাদুজ্জামানের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় ৫৪ ধারায় করা একটি মামলা রয়েছে। ফেসবুকে আপত্তিকর পোস্ট থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিন জানিয়েছেন, আসাদুজ্জামানকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।