চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন মালয়েশিয়ায় আটক

SHARE

10480228-4874235991509-8896-5a41273a76e24ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৬ ডিসেম্বর : মালয়েশিয়ায় মানব পাচারের অভিযোগে বাংলাদেশের তরুণ চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে আটক করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় রোববার রাতে কুয়ালালামপুরের একটি হোটেল থেকে তাকে আটক করা হয়। বর্তমানে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

অনন্য মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুষ্ঠানের নাম করে ৫৭ জনকে মালয়েশিয়ায় পাচারের জন্য সঙ্গে নিয়ে গেছেন।

গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। এ অনুষ্ঠানের অন্যতম আয়োজক তিনি। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। এই দলে ছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা আইরিন, মিষ্টি জান্নাত, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা, কবির তিথি ও গানের দল চিরকুট।

মামুনের আটকের বিষয়টি নিশ্চিত করে অভিনেতা আমান রেজা সমকালকে জানান, তাদের সঙ্গে থাকা আরও কয়েকজনের পাসপোর্ট মালয়েশিয়ার পুলিশ নিয়ে নেয়। পরে তা ফেরত দেয়। আর যে হাসপাতালে তারা অবস্থান করছিল সেখানের কক্ষগুলো তালাবন্ধ করে দিয়েছে পুলিশ।

তবে ঠিক কি অভিযোগে মামুনকে পুলিশ ধরে নিয়ে গেছে সেবিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

 সৌজন্যে : দৈনিক সমকাল।